ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যবসায়ী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, জানুয়ারি ২৬, ২০১৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যবসায়ী খুন

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় রাসেল রানা (৩০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার পারুলিয়া এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।



তিনি উপজেলার রাতইল ইউনিয়নের ভাদুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলম শেখের ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, নিহত রাসেল রানা পারুলিয়া বাজারে মোবাইলের ফ্লেক্সিলোড ও বিকাশের ব্যবসা করতেন। সকালে স্থানীয়রা জমির মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের ধারণা রাতে দোকান খেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও কুপিয়ে খুন করে মাঠের মধ্যে ফেলে রাখে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
   
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।