ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

মাধবপুরে ১৯৬ বোতল মদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৫, জানুয়ারি ২৫, ২০১৫
মাধবপুরে ১৯৬ বোতল মদ উদ্ধার

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর এলাকা থেকে ১৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
 
রোববার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে বিজিবির হরিণখোলা বিওপির সদস্যরা পরিত্যক্ত অবস্থায় মদগুলো উদ্ধার করে।


 
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মেজর সাজ্জাদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিণখোলা বিওপির হাবিলদার রাশিদের নেতৃত্বে বিজিবি সদস্যরা রাতে কমলপুর এলাকায় অভিযান চালায়।
 
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মদগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধার মদের মূল্য প্রায় ২ লাখ ৯৪ হাজার টাকা বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।