ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে বিএনপি নেতা কামাল ২ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৫, জানুয়ারি ২৫, ২০১৫
নারায়ণগঞ্জে বিএনপি নেতা কামাল ২ দিনের রিমান্ডে এটিএম কামাল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ নগর বিএনপির সেক্রেটারি এটিএম কামালকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠায়।



রোববার (২৫ জানুয়ারি) বিকেলে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২১ জানুয়ারি সকালে শহরের হাজীগঞ্জ এম সার্কাস এলাকাতে অবরোধের সমর্থনে মিছিল বের করার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।

নারায়ণগঞ্জে বিএনপির এই নেতার বিরুদ্ধে সাম্প্রতিক অবরোধে পুলিশের ওপর হামলা, যানবাহন ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে দ্রুত বিচার আইনসহ বিভিন্ন আইনে এটিএম কামালের বিরুদ্ধে হাফ ডজন মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, দুটি মামলায় তাকে পৃথক রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় এটিএম কামালকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।