দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৭৫২ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা এবং ওয়ারেন্টভুক্ত রয়েছে এক হাজার ৮৯ জন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৭৫২ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্ট এক হাজার ৮৯ ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৬৬৩ জন। এ ছাড়া অভিযানে বিদেশি পিস্তল, কার্তুজ, গুলি ও ককটেলসহ অপরাধমূলক কাজে ব্যবহৃত আরও অনেক জিনিসপত্র উদ্ধার করা হয়।
এমএমআই/এএটি