ঢাকা: নানা অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় থেকে আগারগাঁওয়ের এলজিইডি ভবনে দুদকের অভিযান পরিচালিত হচ্ছে।
দুদকের সহকারী পরিচালক পাপন কুমার শাহ ও মনির মিয়া নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করছেন। সকাল থেকে অভিযান শুরু হলেও গণমাধ্যমকে এলজিইডি ভবনে প্রবেশ করতে দেওয়া হয়নি।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এই অভিযান চলছে।
এর আগে দুদক সূত্র জানায় জানা, ভুক্তভোগীদের নানা অনিয়মের অভিযোগে ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট হতে ঢাকাসহ সারাদেশের ৩৬টি জেলা-উপজেলা পর্যায়ের কার্যালয়গুলোতে এক সঙ্গে অভিযান পরিচালিত হচ্ছে
যে ৩৬টি এলজিইডি কার্যালয়ে অভিযান পরিচালিত হচ্ছে সেগুলো হলো- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি ভবন, আগারগাঁও, ঢাকা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মোড়েলগঞ্জ, বাগেরহাট; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মুলাদী, বরিশাল; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, শিবগঞ্জ, বগুড়া; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কমলনগর, লক্ষ্মীপুর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রামু, কক্সবাজার; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, আনোয়ারা, চট্টগ্রাম; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চৌদ্দগ্রাম, কুমিল্লা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কেরাণীগঞ্জ, ঢাকা; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, দিনাজপুর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গোয়ালন্দ, রাজবাড়ী; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গাজীপুর সদর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কোটালীপাড়া, গোপালগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কমলগঞ্জ, মৌলভীবাজার; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাঘারপাড়া, যশোর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শ্রীপুর, মাগুরা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বটিয়াঘাটা, খুলনা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কিশোরগঞ্জ সদর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উলিপুর, কুড়িগ্রাম; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, দৌলতপুর, কুষ্টিয়া; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জাজিরা, শরীয়তপুর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ত্রিশাল, ময়মনসিংহ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বন্দর, নারায়ণগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কবিরহাট, নোয়াখালী; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নওগাঁ সদর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তাড়াশ, সিরাজগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পটুয়াখালী সদর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নাজিরপুর, পিরোজপুর; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ফুলছড়ি, গাইবান্ধা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জগন্নাথপুর, সুনামগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ভুঞাপুর, টাঙ্গাইল; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তেঁতুলিয়া, পঞ্চগড়; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জামালপুর এবং উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কাপ্তাই, রাঙ্গামাটি।
এসএমএকে/এমএম