ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজবাড়ীতে লরি চাপায় প্রাইভেটকারের যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, সেপ্টেম্বর ৩, ২০২৪
রাজবাড়ীতে লরি চাপায় প্রাইভেটকারের যাত্রী নিহত

রাজবাড়ী: রাজবাড়ী‌তে প্রাইভেটকারের পেছনে বৈদ্যুতিক খুঁটি বোঝাই লরির ধাক্কায় মকুল হালদার (৫০) নামে একজন নিহত হ‌য়ে‌ছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী টু কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মকুল হালদার রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের মৃত অশ্বীনি হালদারের ছেলে।

রাজবাড়ীর ট্রা‌ফিক ইন্সপেক্টর তারক চন্দ্র পাল জানান, ভাড়া করা প্রাই‌ভেটকা‌রে মকুল হালদার সকালে পাংশা থেকে ঢাকা যা‌চ্ছিলেন। প‌থে সদর উপ‌জেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এলে পেছ‌নে থাকা বৈদ্যুতিক খুঁটি বোঝাই একটি লরি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে মকুল হালদার গুরুতর আহত হন।  

প‌রে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতা‌লের জরুরি বিভাগে নি‌য়ে গে‌লে দায়িত্বরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন। ঘটনার পরপরই ল‌রির চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।