ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার সংস্কার ছাড়া রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়: অধ্যাপক সলিমুল্লাহ খান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, মে ২০, ২০২৫
শিক্ষার সংস্কার ছাড়া রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়: অধ্যাপক সলিমুল্লাহ খান সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে আয়োজিত সভা

চট্টগ্রাম: অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, শিক্ষার সংস্কার ছাড়া রাষ্ট্রের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। দেশের শিক্ষার সঠিক উন্নয়ন সম্ভব নয় যদি না রাষ্ট্র শিক্ষার দায়িত্ব নেয় এবং শিক্ষার বৈষম্য দূরীকরণ ও জাতীয়করণে উদ্যোগী হয়।

গণতান্ত্রিক দেশে শিক্ষার বৈষম্য দূরীকরণ এবং শিক্ষার জাতীয়করণের মাধ্যমে রাষ্ট্রকে শিক্ষার দায়িত্ব নিতে হবে।

সম্প্রতি সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, দেশে সরকারিভাবে ৩ লাখ প্রাথমিক বিদ্যালয় হওয়া উচিত। দেশের প্রাথমিক শিক্ষার স্তর ষষ্ঠ শ্রেণিতে উন্নীত করা এবং এর মান বৃদ্ধি করলে বিশ্ববিদ্যালয়গুলো উন্নত গ্র্যাজুয়েট বের করতে সক্ষম হবে। শ্রেণিকক্ষে ২০ জনের অধিক শিক্ষার্থী থাকা বাঞ্ছনীয় নয় কারণ একই শ্রেণি কক্ষে এর অধিক শিক্ষার্থী হলে শিক্ষক পাঠদানে যথাযথভাবে যত্ন নিতে ব্যর্থ হবেন। তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনুবাদভিত্তিক গ্রন্থ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।

সাউদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠার ২৩ বছরে দুটি অনুবাদসহ ১১টি গ্রন্থ প্রকাশিত হয়েছে শুনে খুশি হন অধ্যাপক  ড. সলিমুল্লাহ খান  এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে সাউদার্ন এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেন।

অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, অশিক্ষিত থাকা ভালো কুশিক্ষিত হওয়ার চেয়ে। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা পুনর্গঠন না হলে, এ ধরনের অশিক্ষা ও কুশিক্ষা প্রভাব বিস্তার করতে থাকবে, যা দেশের শিক্ষাব্যবস্থার জন্য বিপদজনক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী প্রমুখ।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।