ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করছে জামায়াত’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, জানুয়ারি ১০, ২০২৫
‘বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করছে জামায়াত’ ...

চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করছে। এ সংগ্রামে দেশবাসীকে জামায়াতে ইসলামীর সাথে থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নগরের কোতোয়ালী থানাধীন ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডে গরীব, অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার ঘরে ঘরে পৌঁছে দিবে।

থানা কর্মপরিষদ সদস্য ও ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড আমীর সাইয়েদ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কোতোয়ালী থানা আমীর মুহাম্মদ আমির হোসাইন ও কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ।

ওয়ার্ড সেক্রেটারি হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন ওয়ার্ড নায়েবে আমীর ফজলুল হক, জামায়াত নেতা সাইয়েদ ওসমান আলী, সাঈদুল হক, মোহাম্মদ মুছা, নাঈম উদ্দিন, ওমর ফারুক ও মোহাম্মদ হারুন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।