ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘ইনসাফভিত্তিক সমাজের গুরুত্ব সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩১, জুলাই ৩১, ২০২৫
‘ইনসাফভিত্তিক সমাজের গুরুত্ব সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে’ ..

চট্টগ্রাম: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আদর্শ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শফিউল আলমের বিজয় সুনিশ্চিত করতে হবে। ইসলামের সুমহান আদর্শ পৌঁছিয়ে দিতে হবে প্রতি মানুষের কাছে।

আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক দক্ষতা অর্জন ও জনসাধারণকে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব সম্পর্কে অবহিত করতে হবে।  

বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড (সংসদীয় আসন চট্টগ্রাম-১১) এর  নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আমির মজিবুর রহমানের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মু. হায়দার আলীর সঞ্চালনায় বড়পোলের একটি কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ উল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধকারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগদের খুনিদের গ্রেপ্তার ও দৃশ্যমান বিচার নির্বাচনের আগে নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। প্রবাসীদের ভোট প্রদান নিশ্চিত করতে হবে।

এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর, চট্টগ্রাম-১১ আসনে জামায়াতের প্রার্থী শফিউল আলম, চট্টগ্রাম-১১ আসনের সদস্য সচিব ও সদরঘাট থানা আমির আবদুল গফুর, মহানগরী জামায়াতের শূরা সদস্য, ডবলমুরিং থানা জামায়াতের আমির ফারুকে আযম, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।