চট্টগ্রাম: আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে বাস উল্টে ১০ নারী শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।
শিল্প পুলিশের উপ পরিদর্শক (এসআই) সুব্রত কুমার ঘোষ বাংলানিউজকে বলেন, একটি জুতা তৈরির কারখানার নারী শ্রমিকরা ওই বাসে ছিলেন।
তিনি আরও জানান, ঘটনার পর বাসটির চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় বাসটিতে কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।
এমআর/টিসি