ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কোরিয়ান ইপিজেডে বাস উল্টে আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, জুলাই ৩১, ২০২৫
কোরিয়ান ইপিজেডে বাস উল্টে আহত ১০ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে বাস উল্টে ১০ নারী শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শিল্প পুলিশের উপ পরিদর্শক (এসআই) সুব্রত কুমার ঘোষ বাংলানিউজকে বলেন, একটি জুতা তৈরির কারখানার নারী শ্রমিকরা ওই বাসে ছিলেন।

ওভার টেকিং করতে গিয়ে বাসটি উল্টে যায়। এতে ১০ জন আহত হয়।

তিনি আরও জানান, ঘটনার পর বাসটির চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় বাসটিতে কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।