চট্টগ্রামের নারীদের জন্য এক অনন্য বিকেলের আয়োজন করেছে গ্যালারিয়া – ইয়োর সেকেন্ড হোম। গত ৯ অক্টোবর ২০২৫ তারিখে গ্যালারিয়ার ১৭তম তলায় অবস্থিত অ্যাটমস্ফিয়ার– দ্য মিউজিক ক্যাফে-তে অনুষ্ঠিত হয় আভিজাত্যপূর্ণ নারীসম্মেলন ‘Soiree des Femmes’।
এই আয়োজনে অংশ নেন চট্টগ্রামের বিভিন্ন ক্ষেত্রের অনুপ্রেরণাদায়ী ও পেশাজীবী নারীরা। বিকেলের পরিমিত পরিবেশে অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল চট্টগ্রামে প্রথমবারের মতো শুধুমাত্র নারীদের জন্য সাঁতার শেখার কোর্সের উদ্বোধন, যা গ্যালারিয়ার অ্যাকোয়া সুইমিং পুলে অনুষ্ঠিত হয়। নারীদের সুস্বাস্থ্য, আত্মবিশ্বাস ও মানসিক প্রশান্তির কথা বিবেচনা করে গ্যালারিয়া কর্তৃপক্ষ কর্তৃক এটি শুরু করা হয়েছে।
আয়োজনের মূল লক্ষ্য ছিল নগরীর নারীদের জন্য এক অনুপ্রেরণামূলক এবং প্রশান্তিময় পরিসর তৈরি করা-যেখানে তারা নিজেদের সত্তাকে নতুনভাবে আবিষ্কার করবেন, একে অপরের সঙ্গে সংযোগ গড়ে তুলবেন, এবং এক সন্ধ্যার জন্য ব্যস্ত জীবনের বাইরে এসে উপভোগ করবেন সৌন্দর্য ও সুন্দরের কিছু মুহূর্ত।
গ্যালারিয়া – ইয়োর সেকেন্ড হোম সবসময়ই সবার জন্য বিভিন্ন ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরিতে কাজ করে যাচ্ছে। এই আয়োজন তারই ধারাবাহিকতা, যা প্রমাণ করে যে গ্যালারিয়া কেবল একটি স্থাপনা নয়, বরং এটি হয়ে উঠছে নগরীর সংস্কৃতি, সৌন্দর্য ও কমিউনিটির মিলনস্থল।
এমআর/টিসি