ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাক চালককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৮, অক্টোবর ১১, ২০২৫
ট্রাক চালককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত আটক ...

চট্টগ্রাম: নগরের সদরঘাট থানাধীন জেটি গেইটের সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ট্রাক চালক সজীব চন্দ্র নাথ নিহত হয়েছেন।  

শুক্রবার (১০ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে।

ঘটনার পরপরই হত্যায় অভিযুক্ত ট্রাক চালক ইউসুফ হোসেন বিজয়কে আটক করেছে সদরঘাট থানা পুলিশ।  

চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মো.নুরু আল মাহমুদ বাংলানিউজকে বলেন, জেটি গেইট এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ট্রাক চালক সজীব চন্দ্র নাথ আহত হয়।

সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তিনি জানান, ছুরিকাঘাতের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত ট্রাক চালক ইউসুফ হোসেন বিজয়কে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।