ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিএসসিআর’র ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রম শুরু রোববার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, অক্টোবর ১১, ২০২৫
সিএসসিআর’র ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রম শুরু রোববার ...

চট্টগ্রাম: অক্টোবর মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে শুরু হচ্ছে স্কুল ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষিকাদের নিয়ে সচেতনতামূলক প্রচারণা সভা ও বাস্তব প্রশিক্ষণ।  

এই কার্যক্রমের প্রথম দিন রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গুল-এজার বেগম সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।  

সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার বিশিষ্ট শল্যচিকিৎসকবৃন্দ এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

চিকিৎসক দলে নেতৃত্ব দিবেন ডা. সাকেরা আহমেদ। একইদিন দুপুর দেড়টায় সিএসসিআর এর অপারেশন থিয়েটারে অধ্যাপক ডা. খন্দকার এ.কে.আজাদ, ডা. নাজমা মাহবুব এবং ডা. সায়রা বানু শিউলীসহ সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার একটি বিশেষজ্ঞ দল সম্পূর্ণ বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার রোগীর অপারেশন কার্যক্রম শুরু করবেন।  

অক্টোবর মাসব্যাপী মেয়র কর্তৃক সুপারিশকৃত ব্রেস্ট ক্যান্সার রোগীদের বিনামূল্যে অপারেশন কার্যক্রম অব্যাহত থাকবে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।