চট্টগ্রাম: বাংলাদেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ৩০০ নম্বর আসনটি পার্বত্য জেলা বান্দরবান। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ওই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিন হেভিওয়েট নেতা বৈঠক করেছেন।
শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈঠকের আয়োজন করেন বিএনপির কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক মা ম্যা চিং, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী ও জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা।
বৈঠকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় নেতারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীক দেবেন, তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিভক্তি সৃষ্টির কোনো সুযোগ নেই বলেও তাঁরা মত প্রকাশ করেন।
বৈঠককের বিষয়ে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী বাংলানিউজকে বলেন, আমরা এক, ঐক্যবদ্ধ আছি, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। কেন্দ্র থেকে দলীয় নমিনেশন একজনকে দেওয়া হবে। বিএনপির হাইকমান্ডের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। দলের সিদ্ধান্তই আমাদের সবার সিদ্ধান্ত। এছাড়াও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা বাংলানিউজকে বলেন, পার্বত্য বান্দরবানে ধানের শীষকে জেতানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীক দেবেন, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব।
প্রসঙ্গত, আসন্ন জাতীয় নির্বাচনের আগে এই বৈঠককে বান্দরবান জেলা বিএনপিতে ঐক্য জোরদারের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
এমআই/টিসি