ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষানবীশ আইনজীবীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, অক্টোবর ১১, ২০২৫
শিক্ষানবীশ আইনজীবীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম: চট্টগ্রাম আদালতে কর্মরত শিক্ষানবীশ আইনজীবীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।  

শনিবার (১১ অক্টোবর) সকালে আইনজীবী অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানের প্রথম পর্বে উদ্বোধন করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন।  

এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার।

 

সমিতির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম।  

কর্মশালার দ্বিতীয় পর্বে আইডি কার্ড বিতরণ ও সমপানী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার।  

কর্মশালায় বক্তারা বলেন, আইন পেশা স্বাধীন ও মহৎ পেশা। এ পেশায় কঠোর শৃংঙ্খলা মেনে চলতে হয়। একটি সংবিধিবদ্ধ আইন দ্বারা আইন পেশা পরিচালিত হয়। সকল আইনজীবী এবং শিক্ষানবীশ আইনজীবীকে তা মেনে চলতে হবে। নবাগতরা আমাদের পূর্বসূরীদের বীরত্ব ও ঐতিহ্য সংরক্ষণের ধারক ও বাহক হবেন। জীবনের সবক্ষেত্রে আইন মেনে চলার মনমানসিকতা তৈরি করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।  

প্রশিক্ষণ কর্মশালায় দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এডহক কমিটির আহ্বায়ক এ. কে. এম মকবুল কাদের চৌধুরী, এডহক কমিটির সাবেক সদস্য মুহাম্মদ শামসুল আলম, সিনিয়র আইনজীবী তারিক আহমদ, সেলিমা খানম, মুহাম্মদ কবির হোসাইন, কাশেম কামাল, জাফর ইকবাল, এ. এন. এম মাইনুল চৌধুরী রনি, কাজী মোঃ আশরাফুল হক আনসারি জুয়েল, মাহমুদ-উল-আলম চৌধুরী মারুফ, ইয়াছিন আরাফাত সাজ্জাদ, জোবায়ের হোসেন শিবলু প্রমুখ।  

আরোও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ সিরাজ, সহসভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুছ, সহ-সাধারণ সম্পাদক মো. ফজলুল বারী, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আশরাফি বিনতে মোতালেব, ক্রীড়া সম্পাদক মো. মনজুর হোসেন, তথ্য ও প্রযুক্তি আবদুল জব্বার, নির্বাহী সদস্য যথাক্রমে এহছান উল্লাহ মানিক, আছমা খানম, বিবি ফাতেমা ফেন্সি, মেজবাহ্ উল আলম এমিন প্রমুখ।  

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।