ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাউদার্ন ইউনিভার্সিটিতে নানা আয়োজনে ‘স্মৃতিতে জুলাই বিপ্লব’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, জুলাই ৩১, ২০২৫
সাউদার্ন ইউনিভার্সিটিতে নানা আয়োজনে ‘স্মৃতিতে জুলাই বিপ্লব’ ...

চট্টগাম: স্বৈরাচারমুক্ত স্বাধীন বাংলাদেশ অর্জন ও আন্দোলনে শহীদদের স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাউদার্ন ইউনিভার্সিটি পালন করলো স্মৃতিতে জুলাই বিপ্লব-২০২৪।  

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ উপলক্ষে বিশেষ আলোচনা সভা, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, ভিডিও ও গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী।

আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই—আগস্ট ২০২৪ এর ছাত্র জনতার আন্দোলন আমাদের সবার জন্য একটিই বার্তা, ঐক্যবদ্ধ থাকলে যেকোন অপশক্তি পরাজিত হবেই। তাই  দেশের যেকোনো ক্রান্তিলগ্নে জুলাই বিপ্লবের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা শুধু ইতিহাস নয় বরং তরুণ প্রজন্মের জন্য প্রেরণার নাম। তরুণ শিক্ষার্থীরাই পারবে স্বৈরাচার ও ফ্যাসিস্টমুক্ত স্বাধীন বাংলাদেশ গড়তে। এসময় জুলাই বিপ্লব ২০২৪ এ সম্পৃক্ত অনেকে স্মৃতিচারণ করেন।

পরে জুলাই—আগস্ট ২০২৪ এর ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ এবং শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।