ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৭, আগস্ট ১, ২০২৫
বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের  ...

চট্টগ্রাম: বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে জেনারেটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।  

নিহত মো. আবুল কাশেম (৩০) শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম আশিঘর পাড়ার বাসিন্দা।

তিনি আহমদিয়া ডেকোরেশন নামের একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে জেনারেটরের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আবুল কাশেম। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।  

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।