ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় রেললাইনের পাশে মিললো ছিন্নভিন্ন লাশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৫, আগস্ট ১, ২০২৫
লোহাগাড়ায় রেললাইনের পাশে মিললো ছিন্নভিন্ন লাশ ...

চট্টগ্রাম: লোহাগাড়ায় রেললাইনে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে যাওয়া এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত মো. হাসান (৪২) চুনতি ইউনিয়নের হাদুর পাহাড় এলাকার সৈয়দ আহমেদের ছেলে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে চুনতি আলী বাপের পাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পাশে তার লাশ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, এলাকায় হাসানের একটি পানের বরজ আছে।

সেখানে কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। রাত ১০টার দিকে রেললাইনের পাশে ছিন্নভিন্ন লাশ পাওয়া যায়। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মনিরুল মাবুদ জানান, হাসান কানে কম শুনতেন। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছি।  

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।