চট্টগ্রাম: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে তেলবাহী ভাউচারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন মাদামবিবিরহাট চেয়ারম্যানঘাটা জাহানাবাদ এলাকার মো. মানিকের ছেলে মো. আরিফ (২৮) এবং একই গ্রামের আবুল কাসেমের ছেলে মো. জুয়েল (২৯)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত পৌনে ৮টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ ভাটিয়ারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতা।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন বাংলানিউজকে দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশ দুটি উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ভাউচারটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
এআর/পিডি/টিসি