ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চার শতাধিক অসহায় পেল ফ্রি চিকিৎসা সেবা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, জানুয়ারি ৯, ২০২৫
চার শতাধিক অসহায় পেল ফ্রি চিকিৎসা সেবা

চট্টগ্রাম: পটিয়ায় চার শতাধিক অসহায় দুস্থ মানুষকে দেওয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে হক জান্নাত পরিবারের উদ্যোগে পিঙ্গলা শাহ জাফর আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ হেলথ ক্যাম্পে আয়োজন করা হয়।

 

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চার শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধদের চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী মোহাম্মদ আবরার হাসান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কাজী শামিম আল মামুন, চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. কামরুন নাহার, নাক-কান গলা রোগ বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মাহমুদ সোহেল, ডায়াবেটোলজিস্ট ডা. শাহেদ আহমেদ, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কিবরিয়া জিলানী, মেডিসিন চিকিৎসক ডা. রাইসুল ইসলাম জেসন ও ডা. এস এম গোলাম মহিউদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মীর জাকের আহমদ, মীর নাজের আহমদ, মীর মোশাররফ হোসেন, বটন কান্তি নন্দী, সুমন বিশ্বাস, মুজিবুল করিম হেলাল।

চিকিৎসা সেবা দিতে আসা ডায়াবেটোলজিস্ট ডা. শাহেদ আহমেদ বলেন, এ এলাকায় ফ্রী চিকিৎসা সেবা দিতে এসে আমি বিভিন্ন ধরনের রোগী পেয়েছি। যারা দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন, অবহেলিত ছিল কোন দিন চিকিৎসা সেবা পাননি। তাদের শরীরে নানা রোগের উপস্বর্গ রয়েছে। আজকের এ সেবার মাধ্যমে তারা তাদের চিকিৎসা ও রোগ সম্পর্কে অবগত হয়ে পরবর্তীতে আরো সচেতন হবে।

হেলথ ক্যাম্পের উদ্যোক্তা মীর মোশাররফ হোসেন বলেন, প্রতিবছরের ন্যায় এবারও এলাকার মানুষের মাঝে চিকিৎসা সেবা দিতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতে এ সেবার পরিধি বাড়িয়ে আশপাশের বিভিন্ন এলাকার মানুষেরা যেন এ চিকিৎসা সেবা পাই তার জন্য উদ্যোগ গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।