ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী নদীতে মিললো ভাসমান যুবকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৮, জানুয়ারি ৯, ২০২৫
কর্ণফুলী নদীতে মিললো ভাসমান যুবকের মরদেহ ...

চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।  

বুধবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক সাম্পান ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ পুলিশের ওসি মোহাম্মদ একরাম উল্লাহ জানান, ওই যুবকের পরনে সাদা গ্যাবার্ডিন হাফ প্যান্ট ও জিন্সের কালো ফুল প্যান্ট ছিল। তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মুখে দাড়ি রয়েছে।

পুলিশ জানায়, স্থানীয়রা কর্ণফুলী নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেয়। এরপর ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।  

ওসি একরাম উল্লাহ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানা ও পুলিশের হেড কোয়ার্টারে তথ্য পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।