ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অকার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার ও দ্রুত নির্বাচন প্রত্যাশা চবি সাদা দলের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, আগস্ট ৯, ২০২৪
অকার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার ও দ্রুত নির্বাচন প্রত্যাশা চবি সাদা দলের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস তাঁর আন্তরিকতা, নিষ্ঠা এবং দেশপ্রেমকে কাজে লাগিয়ে ইতিমধ্যে অকার্যকর হয়ে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত একটি নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনবেন, এমনটাই প্রত্যাশা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাদা দলের।

শুক্রবার (৯ আগস্ট) চবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, গণতন্ত্র, ইসলামি মূল্যবোধ ও জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ (সাদা দল) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য সকল উপদেষ্টাকে অভিনন্দন জানাচ্ছেন। সাদা দল বিশ্বাস করে, অধ্যাপক ইউনূস তাঁর আন্তরিকতা, নিষ্ঠা এবং গভীর দেশপ্রেমকে কাজে লাগিয়ে ইতিমধ্যে অকার্যকর হয়ে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত একটি নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেবেন।

যে কোন প্রয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাদা দল ড. মুহাম্মদ ইউনূসের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশে বিরাজিত দীর্ঘ ষোল বছরের দুঃশাসন আর স্বৈরাচারীতার অবসান ঘটেছে। ছাত্র-জনতার তীব্র প্রতিরোধের মুখে গত ৫ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। ইতিমধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।