ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সৈয়দ নুরুল আজহারের ইন্তেকাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১২, আগস্ট ২০, ২০২৫
সৈয়দ নুরুল আজহারের ইন্তেকাল ...

চট্টগ্রাম: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা মুদ্রণ ও বিতরণ বিভাগের সাবেক পরিচালক সৈয়দ নুরুল আজহার (৬৮) ক্যান্সার আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

সৈয়দ নুরুল আজহারের মৃত্যুতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম শোক প্রকাশ করেছেন।

এদিন সকালে ঢাকার ধানমন্ডি এলাকায় তাঁর প্রথম জানাজা হয়। পরে বিকালে চট্টগ্রামের গরীবুল্লাহ শাহ মাজারে পিতা-মাতার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পাস করে তিনি প্রকাশনা শিল্পের সাথে জড়িত ছিলেন। পরে বাংলাবাজার পত্রিকায় সাংবাদিকতা করেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজেও তিনি শিক্ষকতা করেন। এরপর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছিলেন। তিনি সমাজ অধ্যয়ন কেন্দ্রের সদস্য ছিলেন।  

সৈয়দ নুরুল আজহারের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া থানার সরফভাটা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, আত্মীয় স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।