নির্বাচন যত ঘনিয়ে আসছে, ষড়যন্ত্র তত ঘনীভূত হচ্ছে বলে ইঙ্গিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি বলেন-অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার লন্ডন বৈঠকের পর নির্বাচনী টানেলে বাংলাদেশ যখন চলে গিয়েছে, তখন একটি গোষ্টি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে গভীর থেকে গভীর শুরু করে দিয়েছে।
তিনি মঙ্গলবার (১৯ আগস্ট) আগস্ট) বিকেলে হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে হল রুমে ফটিকছড়ি উপজেলার ভুজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়নের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও ভুজপুর থানা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. এমদাদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন - ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, আহম্মেদ হোসেন তালুকদার, আবুল কালাম চৌধুরী, ফরিদুল আলম, মুনসুর আলম চৌধুরী, নাজিম উদ্দিন বাচ্চু, নাছির উদ্দিন বিপ্লব, আজম খান, মাহাবুল আলম, আবুল কাসেম, শাহাজান মেম্বার, নূরুল আলম, শাহ্ আলম, আলী মেম্বার, আবুল কালাম, রাশেদ কোম্পানি, মো.সোলমান, মোজাহারুল ইকবাল লাভলু, মো. ইব্রাহিম, মো.আবছার, মো. সিরাজ, মহিন উদ্দিন, মো. ইরফান, মো.শাকিল, মো. আকিব প্রমুখ।
এমআই/টিসি