চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চালু হয়েছে পরিবেশবান্ধব ইলেকট্রিক কার (ই-কার) সেবা। মঙ্গলবার (১৯ আগস্ট) পরীক্ষামূলকভাবে ছয়টি ই-কার চলাচল শুরু করেছে।
ই-কার সেবা পরিচালনা করছে বেসরকারি প্রতিষ্ঠান ‘গ্রীন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ’।
এদিকে ই-কারে সর্বোচ্চ ১৫ টাকা ভাড়া নির্ধারণের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসের ভেতরে যাতায়াতের সমস্যা দীর্ঘদিনের। রিকশা সিএনজি অতিরিক্ত ভাড়া নিতো। আমরা ভেবেছিলাম ই-কার সেবা চালু হলে প্রশাসন কিছুটা ভর্তুকি দিয়ে হলেও ভাড়াটা সর্বনিম্ন করবে। আমরা চাই ক্যাম্পাসে ই-কারের ভাড়া সর্বত্র ৫ টাকা নির্ধারণ করা হোক। আশাকরি এবার ক্যাম্পাসে অটো ও সিএনজি সিন্ডিকেটের দৌরাত্ম্য কিছুটা হলেও কমবে। সর্বোপরি চবি প্রশাসনকে ধন্যবাদ এ উদ্যোগ নেয়ার জন্য।
চবি প্রক্টর ড. মোহাম্মদ তানভীর হায়দার আরিফ বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণে এবং যাতায়াতের অসুবিধা কমাতে ই-কার সেবা চালু করা হয়েছে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই এই সেবা দিচ্ছে। আশাকরি আমাদের শিক্ষার্থীরাও সর্বোচ্চ সুবিধা ভোগ করবে।
এমএ/টিসি