চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার মেডিক্যাল রোডের পাঁচটি ফার্মেসিকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৯ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনা এবং অন্যান্য অনিয়মের প্রমাণ মেলে। এ কারণে সংশ্লিষ্ট ৫ ফার্মেসিকে ৪৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম ও নাজিরহাট পৌরসভার একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
পিডি/টিসি