চট্টগ্রাম: দীর্ঘ ৫ বছর পর ফটিকছড়ি সরকারি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন কাউসার ফরহাদ (কেএফ সাইমুন) এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তাজ উদ্দিন জুয়েল।
অন্যদিকে, ফটিকছড়ি ফাজিল ডিগ্রি মাদরাসা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রোবেল স্বাক্ষরিত ১৫ আগস্টের বিজ্ঞপ্তিতে এই দুইটি নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
এছাড়া আগামী ৪৫ দিনের মধ্যে কলেজ ও মাদরাসার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর নতুন নেতৃত্বের মাধ্যমে কলেজ ও মাদরাসা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করেছেন নেতাকর্মীরা।
পিডি/টিসি