ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, আগস্ট ১৯, ২০২৫
সাতকানিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর প্রতীকী ছবি

চট্টগ্রাম: সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে মুসকান ও সাফওয়ান নামে দুই শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১১ টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শামসু মেম্বার পাড়ার।

নিহত দুই শিশু মোছামৎ মুসকানের বয়ষ সাড়ে ৪ বছর ও মোহাম্মদ সাফওয়ানের বয়স দেড় বছর। মুসকান উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওরদীঘি এলাকার মোহাম্মদ জুয়েলের মেয়ে এবং সাফওয়ান একই উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের সমশু মেম্বার পাড়ার প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে।

তারা দুইজনই সম্পর্কে মামাত ভাই ও ফুফাতো বোন।

উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সালাহ উদ্দিন বাংলানিউজকে জানান, বিয়ে উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে যায় মুসকান। সকাল সাড়ে ১১ টার দিকে মুসকান ও তার মামাত ভাই সাফওয়ান বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে নামলে দুজনই পানিতে ডুবে যায়। এরপর বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করার পর পুকুরে তাদের দুজনকে ভাসতে দেখে। পরবর্তীতে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।