চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর তালতলা বন গবেষণাগার স্কুলের দক্ষিণ পাশে সোনিয়ার মায়ের কলোনির রোকসানা বেগমের টিনশেড ভাড়াঘর থেকে ভেজাল ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিনকে (২০) গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা এসব ট্যাবলেটের বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছেন পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, রোববার রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার যৌন উত্তেজক ট্যাবলেট ও সামগ্রীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।