ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অর্ধ কোটি টাকার যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ, গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৬, আগস্ট ১৯, ২০২৫
অর্ধ কোটি টাকার যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ, গ্রেপ্তার ২ সংগৃহীত ফটো

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর তালতলা বন গবেষণাগার স্কুলের দক্ষিণ পাশে সোনিয়ার মায়ের কলোনির রোকসানা বেগমের টিনশেড ভাড়াঘর থেকে ভেজাল ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিনকে (২০) গ্রেপ্তার করা হয়।

 

উদ্ধার করা এসব ট্যাবলেটের বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছেন পুলিশ।  

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, রোববার রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার যৌন উত্তেজক ট্যাবলেট ও সামগ্রীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।  ভেজাল ট্যাবলেট সরবরাহ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।