ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মিছিলের চেষ্টা, ১৭ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৫, অক্টোবর ১১, ২০২৫
মিছিলের চেষ্টা, ১৭ জন আটক ...

চট্টগ্রাম: চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে মিছিলের চেষ্টাকালে ৭ জন এবং ডবলমুরিং থানাধীন ঝর্ণাপাড়া এলাকায় মিছিল করার ঘটনায় ১৭ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার  (১০ অক্টোবর) বিকেলে আদালতের নিচতলায় মহানগর হাজতখানার সামনে থেকে এবং ভিডিও ফুটেজ দেখে ডবলমুরিং এলাকা থেকে তাদের আটক করা হয়।

আদালত প্রাঙ্গণ থেকে আটককৃতরা হলেন- তাহের মাঝি, সানী, হোসেন, ফয়সাল, পারভেজ, মামুন ও জিয়া। তারা কর্ণফুলীর শিকলবাহা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকান্দার হোসেনকে (৩৯) বৃহস্পতিবার জামালখান এলাকা থেকে গ্রেপ্তার করে শুক্রবার বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। এসময় সেখানে জড়ো হন যুবলীগের কর্মীরা। তারা আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, মিছিলের চেষ্টাকালে সেখানে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা ঝর্ণাপাড়া গলির ভেতরে জড়ো হয়ে মিছিল করে চলে যায়। পরে পুলিশ ভিডিও ফুটেজ দেখে জড়িত অভিযোগে ১০ জনকে আটক করে।  

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।