ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কলিম উল্যাহ’র মৃত্যুতে মহানগর আ.লীগের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৯, মার্চ ৯, ২০২৪
কলিম উল্যাহ’র মৃত্যুতে মহানগর আ.লীগের শোক

চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ কলিম উল্ল্যাহ চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

শনিবার (৯ মার্চ) রাত সোয়া ৯টায় নগরের স্থানীয় রয়েল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

 তিনি স্ত্রী, ১ ছেলে এবং ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।  

আগামীকাল রোববার বাদ যোহর চকবাজারস্থ প্যারেড ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

কলিম উল্ল্যাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

এক শোক বার্তায় মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তারা।  

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।