ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিএমপির ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, মার্চ ৯, ২০২৪
সিএমপির ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন  ...

চট্টগ্রাম: নগরের দামপাড়া পুলিশ লাইনস ইনডোর স্পোর্টস হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণপদ রায়।

বিশেষ অতিথি ছিলেন কেডিএস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট আশিক ভূঁইয়া।

প্রতিযোগিতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন স্তরের সদস্যরা বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন।

শেষে বিজয়ী ও রানার্স আপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন,  অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (সদর)  মো. আব্দুল ওয়ারীশ, এইচআর হেড সুবীর দাস, প্রটোকল ম্যানেজার সুমন চৌধুরীসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।