ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ট্রাকচাপায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৯, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
সীতাকুণ্ডে ট্রাকচাপায় পথচারী নিহত

চট্টগ্রাম: সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় মো. শাহাজাহান (৪৭) নামে এক পথচারী নিহত হয়েছেন।  

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ৫টার দিকে মহাসড়কের বার আউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অনু মিয়া দফাদার বাড়ির সুলতান আহমেদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টায় দিকে উপজেলার বার আউলিয়া মাজারের সামনে মহাসড়ক পারাপারের সময় ঢাকামুখী একটি ট্রাক ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয়রা ধাওয়া করে ট্রাকচালক ও সহকারীকে আটক করে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ ঘোষ বলেন, দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।