ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁওয়ে প্রবাসী খুন, স্ত্রী-প্রতিবেশী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, সেপ্টেম্বর ৭, ২০২৫
চান্দগাঁওয়ে প্রবাসী খুন, স্ত্রী-প্রতিবেশী আটক

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানায় স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে ছুরিকাঘাতে আকিব হোসেন (৩২) নামে এক প্রবাসী খুন হয়েছেন।  

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নগরের পূর্ব চান্দগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের স্ত্রী পুষ্প আকতার ও  প্রতিবেশী সাইফুল ইসলাম নামের এক যুবক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।  

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আকিব দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী ছিলেন।

প্রায় এক মাস আগে তিনি দেশে ফেরেন। এরপর থেকে প্রতিবেশী সাইফুলকে নিয়ে নানা প্রশ্ন ওঠে। বিষয়টি মীমাংসার জন্য শনিবার রাতে সাইফুল আকিবের বাসায় আসেন। এসময় তাদের মধ্যে তর্ক শুরু হলে আকিবকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। আকিবের দুই সন্তান রয়েছে- ছয় বছর ও তিন মাস বয়সী।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, স্ত্রীর সঙ্গে সম্পর্কের সন্দেহ থেকে তর্কাতর্কির একপর্যায়ে প্রবাসী আকিব হোসেনকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। পাশাপাশি নিহতের স্ত্রীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (আজ) নিহত আকিবের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।