ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪২, সেপ্টেম্বর ৭, ২০২৫
‘ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করতে হবে’ ...

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, বাংলাদেশের মানুষ এবার নিজের ভোট নিজে দিবে। আমরা আশা করি আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হবে।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) নগরের দেওয়ান বাজারস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে অনুষ্ঠিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণ এবার সৎ যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বকে নির্বাচিত করবে।

জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দখলদারদের প্রত্যাখ্যান করবে। তিনি সকলকে নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, সর্বস্তরের জনগণের কাছে আমাদের দাওয়াত পোঁছাতে হবে। জনগণকে ঐকবদ্ধ করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।  

চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত  আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ক্ষমতায় অতীতে যারা ছিল তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের এবং জনগণের ভাগ্যের কোন  পরিবর্তন হয়নি। তাই এবার জনগণ পরিবর্তন চায়। নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের খুনীদের বিচার  নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম ও সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আমির হোসাইন, আবু হেনা মোস্তফা কামাল, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, মহেশখালী উপজেলার সাবেক আমীর মাওলানা মুবিনুল ইসলাম, বাকলিয়া থানা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী কামাল হোসেন, জামায়াত নেতা আনোরয়ারুল হক খান, ইঞ্জিনিয়ার নিজাম উদ্দীন, আব্দুল জব্বার, হাফেজ ফরিদুল ইসলাম, ফরিদুল আলম, আব্দুল আজিজ, মাসুক ইলাহি, ছাত্র শিবির কুতুবদিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ বিন ইব্রাহীম, সরওয়ার আলম কুতুবী, জামায়াত নেতা কামরুল হুদা, জাফর আহমদ কুতুবী, মিনহাজুল আবেদীন প্রমুখ।

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।