ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জশনে জুলুসে পদদলিত হয়ে নিহতদের খোঁজখবর নিলেন অধ্যক্ষ নুরুল আমিন

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫২, সেপ্টেম্বর ৬, ২০২৫
জশনে জুলুসে পদদলিত হয়ে নিহতদের খোঁজখবর নিলেন অধ্যক্ষ নুরুল আমিন

চট্টগ্রাম নগরের মুরাদপুরে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে অতিরিক্ত ভিড়ে পদদলিত হয়ে আইয়ুব আলী ও সাইফুল ইসলাম নামের দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন।

 

নিহতদের খোঁজখবর নিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন আজাদ এবং সহকারী অফিস সেক্রেটারি এজহারুল ইসলাম।

অধ্যক্ষ নুরুল আমিন নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং গভীর শোক প্রকাশ করেন। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।