অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, পরিবেশন এবং অসামাজিক কার্যকলাপে যুবসমাজকে উদ্বুদ্ধ করার দায়ে নন্দনকাননের হিড সাইড রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম।
তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, পরিবেশন এবং খাদ্য ব্যবসার আড়ালে অসামাজিক কার্যকলাপে যুবসমাজকে উদ্বুদ্ধ করার দায়ে প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারানুযায়ী দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে এ জাতীয় অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এআর/টিসি