ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

৫ হাজার কপি কুরআন বিতরণ চবি শিবিরের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, অক্টোবর ২০, ২০২৫
৫ হাজার কপি কুরআন বিতরণ চবি শিবিরের ....

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: নোয়াখালীতে দারসুল কুরআন অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের হামলার প্রতিবাদস্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবিরের চবি শাখা। সংগঠনটি এদিন ৫ হাজার কুরআন বিতরণ করে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি পালন করে ছাত্রশিবির। এসময় শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে অর্থসহ কুরআন তুলে দেন সংগঠনটির নেতারা।

জানা গেছে, বিতরণকৃত কুরআনের প্রতিটির কপির হাদিয়া মূল্য ৪৬০ টাকা। সেই হিসেবে ৫ হাজার কপির মূল্য দাঁড়ায় ২৩ লক্ষ টাকা। যদিও এ টাকার পুরোটা ছাত্রশিবির খরচ করেনি। 'বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি'র পক্ষ থেকে স্পন্সর করা হয়েছে মূল্যের বড় একটি অংশ।

চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস ঐশী বলেন, আমি মুসলিম হলেও কুরআন পড়তে পারি না—এটা আমার দুর্বলতা। আজকে ছাত্রশিবিরের এই উদ্যোগের মাধ্যমে আমি কুরআন হাতে পেয়েছি, এটা আমার জন্য বড় সুযোগ।

রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুদ্দিন বলেন, সব শিক্ষার্থীর কাছে অর্থসহ কুরআন থাকে না। এখানে বিনামূল্যে অর্থসহ কুরআন বিতরণ হচ্ছে—এটা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন,  কুরআনের কপিগুলোর যে মূল্য আসে, আমরা সেখানে মোট টাকার একটা অংশ বহন করেছি। বাকিটা 'বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি'র পক্ষ থেকে স্পন্সর করা হয়েছে।  

তিনি বলেন, এই কর্মসূচির সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছিল। চাকসু নির্বাচনের সময় আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় তা স্থগিত করা হয়। নির্বাচন শেষ হওয়ায়  আমরা কর্মসূচি সম্পন্ন করেছি। আমাদের লক্ষ্য—চবি’র প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি কুরআন পৌঁছে দেওয়া।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম বলেন, আমাদের এই কর্মসূচি পূর্বঘোষিত ছিল, চাকসু নির্বাচনের কারণে বিলম্বিত হয়। কিন্তু গতকাল নোয়াখালীতে বিএনপি ও তাদের অঙ্গসংগঠন কর্তৃক দারসুল কুরআন অনুষ্ঠানে হামলার প্রতিবাদ ও নিন্দা স্বরূপ আজকেই এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিই আমরা। কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি।

এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।