ঢাকা, বুধবার, ৬ কার্তিক ১৪৩২, ২২ অক্টোবর ২০২৫, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, অক্টোবর ২১, ২০২৫
ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

চট্টগ্রাম: ফটিকছড়িতে পানিতে ডুবে উম্মে সাইদা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মুনাফখিল জব্বারিয়া স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খেলাধুলার একপর্যায়ে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় উম্মে সাইদা। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে নিশ্চিত করা হয়েছে, শিশুটি পানিতে পড়ে মারা গেছে।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।