চট্টগ্রাম: চার দফা দাবিতে সারাদেশের মতো ফটিকছড়িতেও রোববার (৭ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের গণছুটিতে গেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
এ ঘোষণায় গ্রাহকদের আশঙ্কা, ঝড়-বৃষ্টিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেলে বা লাইনে সমস্যা হলে মেরামত কাজ বন্ধ হয়ে পড়বে।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফটিকছড়ি জোনাল অফিসের ডিজিএম আবুল বাশার শামসুদ্দিন জানান, কর্মকর্তা-কর্মচারী ও লাইনম্যানরা একযোগে গণছুটিতে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে।
পিডি/টিসি