ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে পল্লী বিদ্যুৎ কর্মীদের গণছুটি, দুর্ভোগের শঙ্কা

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, সেপ্টেম্বর ৭, ২০২৫
ফটিকছড়িতে পল্লী বিদ্যুৎ কর্মীদের গণছুটি, দুর্ভোগের শঙ্কা

চট্টগ্রাম: চার দফা দাবিতে সারাদেশের মতো ফটিকছড়িতেও রোববার (৭ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের গণছুটিতে গেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।  

এ ঘোষণায় গ্রাহকদের আশঙ্কা, ঝড়-বৃষ্টিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেলে বা লাইনে সমস্যা হলে মেরামত কাজ বন্ধ হয়ে পড়বে।

এতে জনদুর্ভোগ তৈরি হতে পারে।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফটিকছড়ি জোনাল অফিসের ডিজিএম আবুল বাশার শামসুদ্দিন জানান, কর্মকর্তা-কর্মচারী ও লাইনম্যানরা একযোগে গণছুটিতে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে।

ফলে জরুরি পরিস্থিতিতে বিদ্যুৎ লাইন মেরামতে বড় ধরনের বিঘ্ন ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।