চট্টগ্রাম: ছয়দিন পর জ্ঞান ফিরেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের ছাত্র ইমতিয়াজ আহমেদ সায়েমের।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মেডিকেল বোর্ডের উপস্থিতিতে সায়েমর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।
পার্কভিউ হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, সায়েমের শারীরিক অবস্থা পর্যালোচনায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে সায়েমের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। সে তার মা-বাবার সঙ্গে কথা বলেছে।
গত ৩০ আগস্ট রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। এর জেরে ৩১ আগস্ট দিনভর দফায় দফায় সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থী আহত। তাদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় আইসিইউতে রাখা হয়। পরে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এমআর/টিসি/জেএইচ