চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সেকশন অফিসার সিরাজুল ইসলামকে তার বিতর্কিত বক্তব্যের জন্য কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে চবি কর্তৃপক্ষ।
শনিবার (৬ সেপ্টেম্বর) চবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ ব্যাখ্যা চাওয়া হয়।
এর আগে গত ৪ সেপ্টেম্বর রাতে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আয়োজিত মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর নেতা ও দলীয় এমপি পদপ্রার্থী সিরাজুল ইসলামের দেওয়া বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সিরাজুল ইসলামকে বলতে দেখা যায়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈত্রিক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক।
চবি’র রেজিস্ট্রার দফতরের ব্যক্তিগত নথি শাখার সেকশন অফিসার সিরাজুল ইসলামের এই বক্তব্য নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। তারই ধারাবাহিকতায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রসঙ্গ উল্লেখ করে আগামী ৩ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের এই কর্মকর্তাকে।
এমএ/টিসি