ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বৈদ্যুতিক খুঁটিতে আঘাত পেয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫২, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
বৈদ্যুতিক খুঁটিতে আঘাত পেয়ে শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

চট্টগ্রাম: বোয়ালখালীতে বৈদ্যুতিক খুঁটি ঠেলাগাড়িতে উঠানোর সময় মাথায় আঘাত পেয়ে মো. সুজন উদ্দিন (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত সুজন কুষ্টিয়া জেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের শংকরদিয়া গ্রামের বিশারাত আলীর ছেলে।

সে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী মুরাদ মুন্সীর হাট এলাকায় বৈদ্যুতিক খুঁটি ঠেলাগাড়িতে উঠানোর সময় এই দুর্ঘটনা ঘটে।

আয়ায়া সহকর্মী মো. বদি আলম বলেন, ঠেলাগাড়িতে উঠানোর সময় খুঁটি পিছলে গিয়ে সুজন মাথায় আঘাত পান। তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) হাসপাতালে রেফার করেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, বিকাল ৪টার দিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।