ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ দুই ভাই আটক

ডিস্ট্রিক করসপেন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, সেপ্টেম্বর ১৪, ২০২৫
মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ দুই ভাই আটক

মাগুরা: যৌথবাহিনীর বিশেষ অভিযানে মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ দুই ভাই আটক হয়েছেন। তারা হলেন, পারলা গ্রামের মৃত রুস্তম বিশ্বাসের ছেলে মোস্তাক বিশ্বাস (৩৭) ও মোহাম্মদ দাউদ আলী বিশ্বাস (৪৬)।

আটকদের কাছ থেকে একটি চায়না পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, দুটি দেশি অস্ত্র এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।  

রোববার (১২ সেপ্টেম্বর) ভোর রাতে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে পারলা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

মাগুরা সেনা ক্যাম্প ও পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পরে আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।