ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১০, সেপ্টেম্বর ১৪, ২০২৫
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশু নিহত

মেহেরপুর: বিদুৎস্পৃষ্টে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে রাব্বি হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

ভবানিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল করিম জানান, রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হলে মুমূর্ষু অবস্থায় রাব্বিকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাব্বি হোসেন কাজিপুর গ্রামের মহব্বত আলীর ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

মামা আব্দুস সালাম জানান, সকালে নিজের শোয়ার ঘরের দরজা খুলতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাব্বি।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।