গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে। জুলাই সনদকে ৭২ -এর সংবিধানের ওপর দেওয়ার চেষ্টা করবেন না।
শনিবার (১৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জে জেলা গণফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এদিন সকাল ১১টায় জেলা শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
সুব্রত চৌধুরী বলেন, সংস্কারের নামে বিদেশি নাগরিক এনে আমাদের সবক দেওয়া হচ্ছে। গণফোরামের পক্ষ থেকেও আমরা আলাপ-আলোচনা করতে যাচ্ছি। আপনি বলছেন সংবিধান পরিবর্তন করে দেবেন—এটা সম্ভব না। সংবিধান সংশোধন ঘোষণা দিয়ে হয় না। আগামীতে যারা সংসদে যাবেন, তারাই সংবিধান সংশোধন করবেন।
অ্যাডভোকেট নওশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণফোরামের কেন্দ্রীয় নেতা কে এম জগলুল হায়দার আফ্রিক, শাহ নুরুজ্জামান, মুহাম্মদ রওশন ইয়াজদানী, লতিফুল বারী হামীম ও বিশ্বজিৎ গাঙ্গুলী।
সভায় গণফোরামের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসআরএস