ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সুন্দরবনের ডিমের চরে বাবার হাত ফসকে নদীতে কিশোর নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, সেপ্টেম্বর ১৩, ২০২৫
সুন্দরবনের ডিমের চরে বাবার হাত ফসকে নদীতে কিশোর নিখোঁজ

বাগেরহাট: সুন্দরবনের সবুজ-নীল মায়াবী সৌন্দর্য উপভোগ করতে গিয়ে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। পিতার হাত ফসকে নদীতে পড়ে নিখোঁজ হলেন মোঃ আব্দুল্লাহ নামের ১৭ বছরের এক কিশোর পর্যটক।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পূর্ব সুন্দরবনের কচিখালী ডিমের চরে এ দুর্ঘটনা ঘটে।

কোস্টগার্ডের মিডিয়া সেলের একজন কর্মকর্তা এবং ট্যুরিস্ট এসোসিয়েশন অব সুন্দরবন-টোয়াসের সাধারণ সম্পাদক এম. নাজমুল আযম ডেভিড ঘটনাটি নিশ্চিত করেছেন। খবর পাওয়ার পরপরই কোস্টগার্ডের দুটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছালেও এ রিপোর্ট লেখা পর্যন্ত আব্দুল্লাহর খোঁজ মেলেনি।

কোস্টগার্ড সূত্র জানায়, ঢাকা থেকে “দি এক্সপ্লোরার” নামে একটি জাহাজ একদল পর্যটক নিয়ে সুন্দরবনে যায়। পর্যটক দলটি বিভিন্ন স্পট ঘুরে কচিখালী ডিমের চরে পৌঁছালে সেখানেই ঘটে দুর্ঘটনা। তখন আব্দুল্লাহ তার পিতার সাথেই ছিলেন। মুহূর্তেই হাত ফসকে ছেলেটি স্রোতের টানে নদীতে হারিয়ে যান।

পরিবারের সামনে সন্তানের এমন নিখোঁজ হওয়া হৃদয়বিদারক দৃশ্য তৈরি করে। চারদিকে শুধু আর্তচিৎকার, অপেক্ষা আর অশ্রু। উদ্ধারের আশায় আব্দুল্লাহর পরিবার নদীর তীরে চোখ রাখছে, হয়তো ফিরবে তাদের প্রিয় সন্তান।

সম্প্রতি সুন্দরবন ভ্রমণে গিয়ে দেখা গেছে, প্রতিটি জাহাজেই লাইফ জ্যাকেট থাকা সত্ত্বেও পর্যটকরা সেগুলো ব্যবহার করতে অনীহা দেখান। গাইড ও বন বিভাগের নির্দেশনা উপেক্ষা করে অনেকেই জীবনরক্ষাকারী সরঞ্জাম ছাড়াই নদীতে নামেন। সচেতন কয়েকজন পর্যটকের মতে, এমন দুর্ঘটনা রোধে সচেতনতা ও কঠোর নিয়ম প্রণয়ন জরুরি।

সুন্দরবনের ভ্রমণপিপাসু তরুণ আব্দুল্লাহর নিখোঁজ হয়ে যাওয়া আবারও নিরাপত্তা প্রশ্নকে সামনে এনেছে। অথচ তার বয়সী হাজারো কিশোর-তরুণের জন্য এমন ভ্রমণ স্বপ্নের মতো। সেই স্বপ্নের ভ্রমণ আজ এক পরিবারের জন্য হয়ে উঠেছে অন্ধকার দুঃস্বপ্ন।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।