বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে, তখন নির্বাচনসহ সবকিছু নিয়েই শঙ্কা দেখা দেয়। ছাত্ররা কী করছে বা করছে না, সেটি এক হিসাব; জাতীয় নির্বাচনের হিসাব আবার ভিন্ন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফেনী শিল্পকলা একাডেমিতে ‘আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মিন্টু বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই। বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল, যারা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে পরিস্থিতি ভালো নেই। যে কোনো মুহূর্তে মব তৈরি হচ্ছে, মানুষকে ধরে হত্যা করা হচ্ছে।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, সময় হলে তিনি ফিরবেন।
দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে মিন্টু বলেন, আমাদের দল কখনো খারাপ কিছু করে না—এমন বলব না। তবে অনেকেই দুষ্কর্ম করে আমাদের দলের ওপর চাপিয়ে দিচ্ছে। ইতোমধ্যে আমাদের তিন থেকে চার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে, সংগঠক ও শিক্ষক আশরাফুল হক আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ২০০ শিক্ষার্থী; এর মধ্যে ৫ শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
এসএইচডি/আরবি