ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

শিবচরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, সেপ্টেম্বর ৩, ২০২৫
শিবচরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় লাশ ঘিরে স্বজন ও এলাকাবাসীদের আহাজারি

মাদারীপুর জেলার শিবচরে ময়নাকাটা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আলিফ সর্দার (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ শিবচর পৌর এলাকার যাদুয়ারচর গ্রামের বিপ্লব সর্দারের ছেলে। সে স্থানীয় আল কারীম ইসলামি কিন্ডারগার্টেনের নার্সারি ক্লাসের ছাত্র।

জানা যায়, বুধবার সকালে আলিফ স্কুল ছুটি শেষে বাড়িতে আসে। নাস্তা খেয়ে বন্ধুদের সঙ্গে বড়শি নিয়ে ময়নাকাটা নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় পা পিছলে আলিফ পানিতে পড়ে যায়। এসময় তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা সাঁতার না জানায় আলিফকে উঠাতে না পেরে দৌড়ে গিয়ে বাড়ির লোকজনকে খবর দেয়। পরে স্থানীয়রা ঘণ্টা খানেক চেষ্টা করে আলিফকে পানির নিচ থেকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।  

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. এম এ আজাদ জানান, পরীক্ষা নিরীক্ষার আমরা শিশুটিকে মৃত ঘোষণা করি। হাসপাতালের আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।