গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদনপত্র আহ্বানের শেষ দিনে আবেদন বক্স ভাঙচুর ও আবেদনপত্র ছিড়ে তছনছ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল আজ দুপুর ২টা পর্যন্ত। এর আগেই দুপুর পৌনে ১২টার দিকে একদল দুর্বৃত্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে স্থাপিত দুটি আবেদন বক্সের একটি ভেঙে ফেলে এবং এর ভেতরে থাকা আবেদনপত্র ছিঁড়ে তছনছ করে।
উপজেলা প্রশাসন একইদিন বিকেল ৩টায় লটারির মাধ্যমে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তবে তার আগেই ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা।
উপজেলা খাদ্য কর্মকর্তা স্বপন কুমার বলেন, “ঘটনার সময় উপস্থিত দুর্বৃত্তদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের চিহ্নিত করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। ”
তিনি আরও জানান, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হলেও নিরাপত্তা বিবেচনায় আপাতত ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
এদিকে আবেদন বক্স ভাঙচুর ও আবেদনপত্র নষ্টের ঘটনায় সময়মতো আবেদন জমা দিতে না পারা অনেক আবেদনকারী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেন, এমন ন্যাক্কারজনক ঘটনায় যোগ্য আবেদনকারীরা বঞ্চিত হচ্ছেন।
আরএ